আরিয়ান খানের পরিচালনায় নতুন ওয়েব সিরিজ ‘দ্য ব্যা**র্ডস অব বলিউড’

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এবার পরিচালনায় আসছেন। নেটফ্লিক্স ইন্ডিয়া প্রকাশ করেছে তার নতুন ওয়েব সিরিজ ‘দ্য ব্যা**র্ডস অব বলিউড’-এর প্রথম ঝলক।
টিজারের প্রথম দৃশ্যে দেখা যায় আদিত্য চোপড়ার ‘মোহাব্বতেঁ’-এর থিম মিউজিক বাজছে। সিলুয়েট আকারে একজনকে দেখা গেলেও আলোতে আসতেই প্রকাশ পায় আরিয়ান, কালো পোশাকে, বাবার মতো রোমান্টিক ভঙ্গিমায়। সিরিজটি হবে ভালোবাসা ও ব্যঙ্গের মিশ্রণ।
টিজারে দেখা গেছে লক্ষ্য, সাহের বাম্বা, মোনা সিং, মনোজ পাহওয়া, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, অন্যা সিং ও গৌতমি কাপুরকে। অফিসিয়াল সিনোপসিস অনুযায়ী, গল্প হবে এক উচ্চাকাঙ্ক্ষী আউটসাইডার এবং তার বন্ধুদের বলিউডের বিশাল কিন্তু অনিশ্চিত দুনিয়ায় পথ খুঁজে বেড়ানোর কাহিনি। এতে থাকবে হাস্যরস, রোমাঞ্চকর গল্প, অবিস্মরণীয় ক্যামিও এবং ব্লকবাস্টার উত্তেজনা।
সিরিজটি প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ববি দেওল, রণবীর কাপুরসহ একাধিক তারকাকে বিশেষ উপস্থিতিতে দেখা যাবে। সহ-লেখক হিসেবে আছেন বিলাল সিদ্দিকী ও মানব চৌহান।
এর আগে আরিয়ান ‘দ্য লায়ন কিং’-এর হিন্দি সংস্করণে সিম্বার কণ্ঠ দিয়েছেন, যেখানে মুফাসার কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ। অভিনয় নয়, চলচ্চিত্র নির্মাণই তার মূল স্বপ্ন।
আরিয়ানের বোন সুহানা খান ইতোমধ্যেই অভিনয় জগতে পা রেখেছেন ‘দ্য আর্চিস’ ওয়েব ফিল্মের মাধ্যমে। তিনি আগামীতে শাহরুখ খানের সঙ্গে সিদ্ধার্থ আনন্দের ক্রাইম ড্রামা ‘কিং’-এ দেখা যাবে।
প্রিভিউ আসবে আগামী ২০ আগস্ট।