ধনুষ-ম্রুণালের বন্ধুত্ব থেকে প্রেমের গুঞ্জন: সত্যি কী?

দক্ষিণী চলচ্চিত্র জগতের মেগাস্টার রজনীকান্তের মেয়ের সঙ্গে ধনুষের বিবাহবিচ্ছেদ হওয়ার কিছু মাসের মধ্যেই নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়েছে অভিনেতার জীবনে। সম্প্রতি ‘সীতারমন’খ্যাত অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে ধনুষের ঘনিষ্ঠতা নিয়ে নানা কুপ্রচার শুরু হয়েছে।
সমাজমাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে দেখা গেছে, ম্রুণাল মুগ্ধ দৃষ্টিতে ধনুষের দিকে তাকিয়ে আছেন, কথা বলার সময় বারবার তাঁর হাত ধরছেন ধনুষ। একাধিক অনুষ্ঠানে তাদের একসঙ্গে উপস্থিতিও গুঞ্জন তীব্র করেছে।
তবে ম্রুণাল ঠাকুর জানিয়েছেন, ধনুষ তার খুব কাছের বন্ধু, তাদের মধ্যে প্রেমের কোনও সম্পর্ক নেই। তিনি বলেন, “বন্ধুত্ব ছাড়া কিছু নেই।”
জানা গেছে, ধনুষ ২০২২ সালে স্ত্রী ঐশ্বর্যা রজনীকান্ত থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নেন এবং কয়েক মাস আগে আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়। দাম্পত্য জীবন ছিল ১৮ বছর দীর্ঘ।
তবে সম্প্রতি ম্রুণালের ধনুষের দুই বোনকে ইনস্টাগ্রামে ফলো করার কারণে অনেকে ধারণা করছেন, হয়তো এখনই বিষয়টি প্রকাশ্যে আনতে চাইছেন না এই জুটি।