শাহরুখের ছেলের পরিচালনায় অভিনয় করবেন ভবিষ্যতে: বলিউড বাদশাহ

গতকাল বুধবার (২০ আগস্ট) মুম্বাইয়ে মুক্তি পেয়েছে আরিয়ান খানের প্রথম সিরিজ ‘দ্য বাস্টার্ডস অব বলিউড’ এর প্রথম টিজার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরিয়ান, তার বাবা শাহরুখ খান ও মা গৌরি খান।
এই অনুষ্ঠানে শাহরুখ খান বলেন, "ভবিষ্যতে যদি তিনি সিনেমায় কাজ করতে না পারেন, তখন তার একমাত্র ভরসা হবেন আরিয়ান। " ৬০ বছর বয়সী শাহরুখ মনে করেন, এক সময় বড় পরিচালকরা হয়তো তার সঙ্গে কাজ করতে চাইবেন না। সেই সময় তিনি তার ছেলের পরিচালনায় কাজ করবেন।
শাহরুখ আরও বলেন, “আরিয়ান তার গল্পকে সাহসের সঙ্গে ফুটিয়ে তুলেছে। এতে তীক্ষ্ণতা ও আত্মসচেতনতা রয়েছে। দর্শকরা এর আবেগ এবং স্টাইল দুটোই উপভোগ করবেন।”