মায়ের দায়িত্ব শেষ, কাজে ফিরছেন দীপিকা পাড়ুকোন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি শেষে ফের সিনেমার শুটিংয়ে যোগ দিতে যাচ্ছেন। মা হওয়ার পর তিনি প্রথম অগ্রাধিকার দিয়েছেন কন্যা দুয়াকে, তাই দীর্ঘদিন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।
গত বছর ৮ সেপ্টেম্বর দীপিকা-পাড়ুকোন ও রণবীর কাপুরের ঘর আলো করে আসে কন্যা দুয়া। এরপর থেকে তিনি পুরোপুরি মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। দীর্ঘদিন পর এখন অবশেষে কাজে ফিরে সিনেমার শুটিং শুরু করবেন দীপিকা।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, দীপিকা দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় শুটিং শুরু করবেন। তার সঙ্গে অভিনয় করবেন দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। প্রাথমিকভাবে সিনেমার নাম রাখা হয়েছে— ‘এএ২২এক্সএ৬’। শুটিং শুরু হবে চলতি বছরের নভেম্বর থেকে এবং প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী দীপিকা ১০০ দিন শুটিং করবেন।
ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর এবং মৃণাল ঠাকুর। সিনেমায় কিছু চমক থাকবে, এমনকি লড়াইয়ের দৃশ্যে কন্যা দুয়ার মায়ের সঙ্গে বিশেষ মুহূর্তও ধরা পড়বে।
দীর্ঘ বিরতির পর আবার কাজের মধ্যে ফিরে আসায় বলিপাড়ায় দীপিকার প্রতিশ্রুতিশীল ফেরার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।