আমির খানের আরেক সন্তানের দাবি তুললেন ভাই ফৈসল!

বলিউড সুপারস্টার আমির খানকে ঘিরে ফের নতুন বিতর্ক। তাঁর ভাই ফৈসল খান দাবি করেছেন, শুধু ইরা, জুনেইদ বা আজাদই নন—আমির খানের আরও এক সন্তান রয়েছে। গতকাল সোমবার (১৮ আগস্ট) সাংবাদিক বৈঠকে তিনি এ দাবি তোলেন।
ফৈসলের অভিযোগ, তাঁকে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করার চেষ্টা করেছে পরিবার। তিনি জানান, ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইনসের সঙ্গে সম্পর্ক ছিল আমিরের। যদিও বিয়ে হয়নি, তবে তাঁদের একটি সন্তান রয়েছে।
ফৈসল বলেন, “আমার পরিবার আমাকে বারবার বিয়ের জন্য চাপ দিত। রাগে আমি ওদের একটি চিঠি লিখেছিলাম। সেখানে লিখেছিলাম, কেন আমার বোন তিনবার বিয়ে করতে পারে, মা-ও দু’বার বিয়ে করতে পারেন, অথচ আমাকে কেন জোর করা হচ্ছে? সেই সময়ই লিখেছিলাম আমিরের জেসিকা হাইনসের সঙ্গে সম্পর্ক ও তাঁদের সন্তানের কথা।”
তিনি আরও অভিযোগ করেন, এই সত্য প্রকাশ পাওয়ার পরই পরিবার তাঁকে পাগল প্রমাণ করতে উঠেপড়ে লাগে। “আমাকে মানসিক ভারসাম্যহীন ঘোষণা করা হয়েছিল। আসলে পরিবারের অন্দরের রাজনীতির বলি হয়েছি আমি। তাই এখন আর কারও সঙ্গে যোগাযোগ রাখি না,” বলেন ফৈসল।
ফৈসল খানের এই দাবি বলিউড মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।