‘নতুন কুঁড়ি’ ফিরছে বিটিভিতে ১৯ বছর পর!

দীর্ঘ ১৯ বছরের বিরতির পর শিশু ও কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় রিয়েলিটি শো ‘নতুন কুঁড়ি’ আবারও সম্প্রচার শুরু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিটিভি নিজস্ব পেইজে গত মঙ্গলবার (১২ আগস্ট) এই ঘোষণা দিয়েছে।
প্রেক্ষাপট ও ইতিহাস:
১. নতুন কুঁড়ি প্রথমবার ১৯৭৬ সালে বিটিভিতে প্রচারিত হয়। ২০০৬ সাল পর্যন্ত এটি সম্প্রচারিত হয়ে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে করে।
২. অনুষ্ঠানটির মাধ্যমে গান, নাচ, অভিনয়, আবৃত্তি ও অন্যান্য শিল্পকলায় প্রজন্মের পর প্রজন্ম ধরে তরুণ প্রতিভা খুঁজে বের করা হয়।
৩. এর অনেক প্রতিযোগী পরবর্তীতে চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতজগতে খ্যাতি অর্জন করেন, যেমন: তারানা হালিম, রুমানা রশিদ ঈশিতা, নুসরাত ইমরোজ তিশা, জাকিয়া বারী মম, সামিনা চৌধুরী, হেমন্তী রক্ষিত দাস প্রমুখ।
প্রচারের অন্তরায়:
২০০৬ সালে বিটিভির আর্থিক সংকট, বেসরকারি চ্যানেলের উত্থান এবং গণমাধ্যম পরিস্থিতির পরিবর্তনের কারণে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়।
২০২০ সালে পুনরায় আয়োজনের পরিকল্পনা করা হলেও কোভিড-১৯ মহামারির কারণে তা সম্ভব হয়নি।
বর্তমান অবস্থা:
এখনও অডিশন প্রক্রিয়া, সম্প্রচার সূচি বা ফরম্যাটের পরিবর্তন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ভক্ত, সাবেক প্রতিযোগী ও সংস্কৃতিমনা মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
দীর্ঘ বিরতির পরও নতুন কুঁড়ি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য অংশ হিসেবে প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছে।