রায়হান রাফীর নতুন ভৌতিক ছবি ‘আন্ধার’

ঢালিউড নির্মাতা রায়হান রাফী এবার ভৌতিক ঘরানার চলচ্চিত্র ‘আন্ধার’ নির্মাণ করছেন। আগামী মাসে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও, এটি দুই ঈদ ছাড়াই মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি।
গল্পটি লিখেছেন অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন, শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। রহস্য, ভয় এবং অজানার মিশেলে নির্মিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে থাকছেন সিয়াম আহমেদ, সঙ্গে চঞ্চল চৌধুরী। নায়িকা হিসেবে যুক্ত হয়েছেন নাফিজা তুষি, যা তার প্রথমবার বড়পর্দায় সিয়ামের সঙ্গে জুটি বাঁধা।
তুষির নাম নিয়ে এতদিন ধোঁয়াশা থাকলেও অবশেষে তা নিশ্চিত হলো। তিনি এর আগে বড়পর্দায় ‘আইসক্রিম’, ‘হাওয়া’ এবং ওটিটিতে ‘ডার্ক সাইড অব ঢাকা’, ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘সিন্ডিকেট’–এ অভিনয় করে আলোচনায় আসেন।
চরিত্র নিয়ে আপাতত মুখ খুলতে চাননি নাফিজা তুষি। তার ভাষায়, “আর্টিস্ট চাইলেই অনেক কিছু বলতে পারে না। কিছু নিয়মের ভেতরে থাকতে হয়। আপাতত কিছু বলব না, যা বলার টিম বা ডিরেক্টর বলবেন।”