দশ বছর পর মুক্তি ‘ধূমকেতু’ — দেব-শুভশ্রীর মিলন মন্দিরে, ভক্তদের উচ্ছ্বাস

ঘটনা ২০০৯ সাল। ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় জুটি বাঁধেন অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এরপর একসঙ্গে উপহার দেন ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো একের পর এক সুপারহিট সিনেমা। তবে সময়ের সঙ্গে তাদের সম্পর্ক ভেঙে যায়, আলাদা পথে হাঁটেন দুজনেই। এর মাঝেই আটকে যায় তাদের শেষ যৌথ সিনেমা ‘ধূমকেতু’।
প্রায় এক দশকের অপেক্ষার পর আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) মুক্তি পাচ্ছে সেই ‘ধূমকেতু’। সিনেমাটি মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকরা। ২০১৫ সালের অক্টোবরে শুটিং শুরু হলেও নানা জটিলতায় দীর্ঘদিন মুক্তি পায়নি এ ছবি।
মুক্তির আগের দিন বুধবার (১৩ আগস্ট) নৈহাটির জাগ্রত দেবী বড়মার মন্দিরে একসঙ্গে আশীর্বাদ নিতে হাজির হন দেব ও শুভশ্রী। দিনভর জল্পনা ছিল তারা একসঙ্গে যাবেন কি না, শেষমেশ পাশাপাশি বসে পূজা দিয়ে ভক্তদের চমকে দেন। লাল পাঞ্জাবি ও লাল শাড়িতে রঙের মিল রেখে উপস্থিত হয়ে নজর কাড়েন এই জনপ্রিয় জুটি।
পূজার সময় দেব-শুভশ্রীকে একসঙ্গে বাতি জ্বালাতে দেখা যায়। সঙ্গে ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। পূজা শেষে তারা মন্দিরের ছাদে উঠে ভক্তদের সঙ্গে দেখা করেন। ভিড়ের মধ্যে দেবকে শুভশ্রীকে আগলে রাখতে দেখা যায়, এমনকি হাত ধরে গাড়িতে তুলেও দেন তিনি। পরে দুজনেই একই গাড়িতে ফিরে যান।
সামাজিক মাধ্যমে এই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের কেউ লিখেছেন, “এই জুটিকে দেখলে মন ভরে যায়।” আবার কারও মন্তব্য, “দুজনেই ভীষণ সুইট।”
দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি, আর তার আগেই বাস্তব জীবনের এই উষ্ণ মুহূর্ত ভক্তদের মধ্যে বাড়িয়ে দিয়েছে উত্তেজনা।