শাহরুখ খানের ‘মান্নাত’: এক বিলাসবহুল বাংলোর গল্প ও তার দামি স্মৃতি

বলিউডের বাদশাহ শাহরুখ খানের বহুল পরিচিত বিলাসবহুল বাংলো ‘মান্নাত’। সিনেমাপ্রেমীদের কাছে এই বাংলোর নাম অজানা নয়, প্রতিদিন এ বাড়ির সামনে ভক্তদের ভিড় লেগেই থাকে। তবে, এই বাংলো কেনার সময় কিং খানকে যে আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল, তা অনেকের অজানা।
‘ইয়েস বস’ সিনেমার শুটিং চলাকালে শাহরুখ খান যখন প্রথম এই বাড়িটিকে দেখেন, তখনই তিনি ঠিক করেন একদিন এটি কিনবেন। বর্তমানে মান্নাতের বাজারমূল্য প্রায় ৩০০ কোটি রুপি, যা কেনার সময়ের মূল্যের প্রায় ২২ গুণ বেশি। বাদশাহ নিজেই জানিয়েছেন, এই বাংলো তিনি কখনো বিক্রি করবেন না।
১৯১৪ সালে ‘ভিলা ভিয়েনা’ নামে নির্মিত এই বাড়িটি পরে ‘জান্নাত’ নামে পরিচিত হয়। ২০০১ সালে শাহরুখ ও গৌরী খান এটি কিনে ‘মান্নাত’ নামে পুনঃনামকরণ করেন। কিনতে গিয়ে হাতে পর্যাপ্ত টাকা না থাকায় এক প্রযোজকের কাছ থেকে ধার নিয়ে ১৩.২৩ কোটি রুপিতে এই বাংলোটি কেনেন শাহরুখ।
তখন বাংলোটির অবস্থা বেশ খারাপ ছিল, বড়ো সংস্কারের প্রয়োজন ছিল। প্রথমে এক ডিজাইনারকে সংস্কারের কাজের জন্য ডাকলেও, তার খরচ ছিল শাহরুখ-গৌরীর সাধ্যের বাইরে। পরে সময় নিয়ে গৌরী খান নিজের হাতে বাংলোটি সাজান।
বর্তমানে ছয়তলা ‘মান্নাত’-এ রয়েছে ব্যক্তিগত সিনেমাহল, একাধিক শয়নকক্ষ, বাগান, কোয়ার্টারসহ নানা ঐতিহ্যবাহী ও বিলাসবহুল সুযোগ-সুবিধা।