মেহজাবীন নন, ‘মেহজাবী’— নামের সঠিক উচ্চারণ জানালেন জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন জগতের ছোট ও বড় দুই পর্দায় পরিচিত মুখ মেহজাবীন চৌধুরী বহু বছর ধরে নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ ও সিনেমায় কাজ করছেন। তবে এই জনপ্রিয় অভিনেত্রীর নাম নিয়ে একটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেহজাবীন জানান, আসলে তার নাম ‘মেহজাবীন’ নয়, সঠিক উচ্চারণ ‘মেহজাবী’, যেখানে শেষের ‘ন’ উচ্চারিত হয় না।
তিনি জানান, শুরুতে হয়তো সবাই তার নাম ঠিকমতো উচ্চারণ করতে পারেনি কিংবা তিনি ঠিকমতো বোঝাতে পারেননি। তবে সময়ের সঙ্গে মনে হয়েছে, যেটি সবাই ভালোবেসে ডাকে সেটাই রেখে দিতে হবে। তাই তিনি নিজেকে ‘মেহজাবী’ বললেও সবাই ‘মেহজাবীন’ নামেই তাকে চিনে।
অভিনেত্রী আরও জানান, তার পরিবার ও আত্মীয়স্বজন তাকে ‘মেহজাবীন’ নামে ডাকে না বরং ‘জেনিফার’ নামে সম্বোধন করে। বন্ধুরা তাকে ‘জেনি’ নামে ডাকে, আর ভক্তরা ভালোবেসে ‘মেহু’ নামেই তার সঙ্গে পরিচিত।
মেহজাবীন বলেন, ভক্তদের দেওয়া এই নামগুলো তাকে খুব ভালো লাগে এবং তিনি তাদের ভালোবাসা অনেক মুল্যায়ন করেন।
বিনোদন অঙ্গনে দশ বছরের বেশি সময় ধরে কাজ করা মেহজাবীন চৌধুরীর অভিনয় ও জনপ্রিয়তা নতুন করে সমাদৃত হচ্ছে নামের এই দিকটিও জানিয়ে।