‘ডিয়ার মা’র প্রচারে ওপার বাংলায় জয়া আহসান: মায়েদের চোখে জল, দর্শকরা মুগ্ধ

কয়েকদিন আগেই ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমা ‘ডিয়ার মা’। এই সিনেমার প্রচারণায় বর্তমানে ওপার বাংলায় অবস্থান করছেন জয়া। হায়দারাবাদ, মুম্বাইসহ ভারতের বিভিন্ন রাজ্যে চলছে সিনেমাটির প্রদর্শনী।
জয়া জানান, ‘ডিয়ার মা’ মুক্তির পর অনেক বয়স্ক মা হলগুলোতে এসে সিনেমাটি দেখে চোখে জল ধরে রাখতে পারেননি।
“অনেক মা-বাবা তাদের সন্তানদের সঙ্গে সিনেমা দেখছেন। বহু দিন পর কেউ কেউ ‘ডিয়ার মা’ দেখতে হলে এসেছেন এবং প্রায় সবাই কাঁদছেন,” বললেন জয়া।
অভিনেত্রী আরও জানান, অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালিত এই সিনেমা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কলকাতার বিভিন্ন হলে ‘ডিয়ার মা’ চলছে হাউজফুল শো। এমনকি টিকিট না পাওয়ায় অনেকেই ফিরে গিয়েছেন। গত শনিবার কলকাতার নন্দন সিনেমা হলে জয়া নিজেও উপস্থিত ছিলেন এবং এখনও সেখানে রয়েছেন। কলকাতার চার-পাঁচটি হলে তিনি গিয়েছেন সিনেমাটি উপভোগ করতে।
জয়া বলেন, “আমি অনেক খুশি যে দর্শকরা সিনেমাটিকে এত ভালোবেসেছেন। এটা মা ও সন্তানের আবেগঘন গল্প, যেখানে প্রেম, ভালোবাসা এবং দত্তক গ্রহণের বিষয়টি সুন্দরভাবে উঠে এসেছে।”
এক নজরে সিনেমার প্রিমিয়ারে জয়ার সঙ্গে উপস্থিত ছিলেন তার মা। জয়া বলেন, “মাও সিনেমাটি দেখে ইমোশনাল হয়ে পড়েছিলেন। দর্শকদের ভালোবাসা দেখে উনি খুব খুশি হয়েছেন।”
প্রচারণায় অংশগ্রহণের সময় জয়া জামদানি শাড়ি পরেছিলেন এবং তার মা-ও জামদানি পরে উপস্থিত ছিলেন।
“আমি চেষ্টা করি দেশের পোশাক পরে যেতে এবং বাংলাদেশে তৈরি গয়না ব্যবহার করি,” জানান জয়া।
‘ডিয়ার মা’ সিনেমাটি বাংলাদেশের মায়েদের প্রতি একটি হৃদয়স্পর্শী শ্রদ্ধাঞ্জলি, যা বর্তমানে ভারতেরও দর্শকদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে।