দীর্ঘ ৯ বছর পর একসঙ্গে দেব-শুভশ্রী, ভাঙা সম্পর্কেও এবার প্রশংসার সুর

টালিউডের জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী একসময় ছিলেন আলোচিত প্রেমজুটি। পর্দার রসায়নের পাশাপাশি বাস্তব জীবনেও তাদের প্রেম নিয়ে ছিল তুমুল চর্চা। তবে হঠাৎ করেই ছন্দপতন ঘটে সেই সম্পর্কে। বিচ্ছেদের পর কেটে গেছে প্রায় এক দশক। দীর্ঘ ৯ বছর পর আবারও পর্দায় ফিরছেন এই তারকা জুটি—সিনেমার নাম ‘ধূমকেতু’।
২০১৬ সালে সিনেমাটির কাজ শেষ হলেও নানা জটিলতায় এতদিন আটকে ছিল মুক্তি। এবার সব বাধা কাটিয়ে সিনেমাটি মুক্তি পাচ্ছে। সেই সূত্রে আবারও আলোচনায় উঠে এসেছেন দেব-শুভশ্রী। তবে এবার প্রেম বা বিচ্ছেদ নয়, আলোচনায় এসেছে পরস্পরের প্রতি তাঁদের শ্রদ্ধাবোধ ও প্রশংসাবাণী।
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেব বলেন, “আমার ওর (শুভশ্রী) সঙ্গে কী কথা থাকতে পারে? পাশাপাশি দাঁড়ালে কী বলব, জানি না। আমি ওর কাছ থেকে কী-ই বা নেব, যা আমার নেই? আমি ওকে কী-ই বা দেব, যা ওর নেই?”
তিনি আরও বলেন, “একজন মেয়ে হয়ে সংসার, সন্তান ও ক্যারিয়ার যেভাবে সামাল দিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। এটা খুব সোজা কাজ নয়।”
পাল্টা শুভশ্রীর উষ্ণ প্রতিক্রিয়া
দেবের এই প্রশংসা শুনে চুপ থাকেননি শুভশ্রী গাঙ্গুলীও। বলেন, “ও আমাকে নিয়ে কিছু বলেছে বলে আমাকেও বলতে হবে, এমন কোনো কথা নেই। তবে এত বছর পর সিনেমাটি মুক্তি পাচ্ছে, সেটাই বড় বিষয়।”
এরপর দেবের প্রশংসায় শুভশ্রী যোগ করেন, “আমি দেবকে ধন্যবাদ জানাব, আমার এই পরিশ্রমটা ওর চোখে পড়েছে, সে প্রশংসা করেছে। আমিও বলব, দেবও খুব ভালো কাজ করছে।”
বিচ্ছেদের পর দুইজনই নিজেদের মতো করে এগিয়ে গেছেন জীবন ও ক্যারিয়ারে। শুভশ্রী বর্তমানে টালিউডের প্রভাবশালী প্রযোজক ও পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী এবং দুই সন্তানের মা। পাশাপাশি তিনি নিয়মিত অভিনয় করছেন। অন্যদিকে দেব শুধুই একজন অভিনেতা নন, তিনি বর্তমানে ভারতের লোকসভায় তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সংসদ সদস্য।
দীর্ঘ বিরতির পর পর্দায় এই সাবেক প্রেমজুটিকে দেখার জন্য দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। ব্যক্তিগত সম্পর্ক পেছনে ফেলে পেশাদারিত্বের ছাপ রেখেই তারা ফিরছেন বড় পর্দায়—এটাই হয়তো টালিউডের পরিপক্বতা ও শিল্পসত্তার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।