ইরফান সাজ্জাদের রহস্যময় স্ট্যাটাস ঘিরে আলোচনা, ইঙ্গিত মিলল মাইলস্টোন ট্রাজেডিতে

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ সামাজিক মাধ্যমে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র আলোচনার জন্ম দিয়েছেন। গত বুধবার (২৩ জুলাই) বিকেলে দেওয়া সেই স্ট্যাটাসের ভেতর ছিল এক প্রকার ক্ষোভ, হতাশা আর প্রশ্নবোধক রাজনৈতিক ইঙ্গিত।
স্ট্যাটাসে তিনি লেখেন— “ক্ষমতায় না থাকলে সবাই দেশপ্রেমিক। আর ক্ষমতায় গেলে সবাই...!”
শেষের অংশে তিনটি ডট দিয়ে শূন্যস্থান রেখে তিনি অনুরাগীদের উদ্দেশে লেখেন, “দেখি শূন্যস্থানটা আপনারাই পূরণ করেন।” সঙ্গে জুড়ে দেন একটি ক্ষুব্ধ ইমোজি।
এই পোস্টের পরপরই শুরু হয় জল্পনা— এটি কি সাম্প্রতিক কোনো ঘটনার প্রতিক্রিয়া?
নেটিজেনদের অনেকে শূন্যস্থান পূরণ করে মতামত জানাতে শুরু করেন। কেউ লেখেন "দুর্নীতিবাজ", কেউ "নির্দয়", কেউ "ভুলে যাওয়া মানুষ" ইত্যাদি।
কিছু সময় পর অভিনেতা নিজেই নিজের মন্তব্যে একটি ‘হা হা’ রিঅ্যাকশন যোগ করেন, যদিও মূল বক্তব্যের অন্তর্নিহিত হতাশা অক্ষুণ্ন ছিল।
স্ট্যাটাসটি এসেছে এমন এক সময়, যখন সারা দেশ শোকস্তব্ধ। গত সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩১ জন শিক্ষার্থী ও শিক্ষক। শতাধিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
এমন হৃদয়বিদারক ঘটনার পর সামাজিক মাধ্যমে নানা ধরনের তথ্য, মতামত ও আবেগপ্রবণ পোস্ট ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের দায়িত্বহীনতা নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন। ইরফান সাজ্জাদের স্ট্যাটাসও অনেকের মতে সেই আবেগ ও প্রতিবাদেরই একটি রূপ।
অভিনেতা নিজে কিছু স্পষ্টভাবে না বললেও, তার স্ট্যাটাসের সময় ও প্রেক্ষাপট দেখে অনেকেই বুঝেছেন, এটি নিছক রসিকতা নয়— বরং ক্ষমতাকেন্দ্রিক দ্বিচারিতা ও দায়হীনতার প্রতি একটি তীক্ষ্ণ ইঙ্গিত।