‘আমি মা নই, তাই ১২ ঘণ্টা কাজ করি’ — দীপিকার পক্ষে বিদ্যা বালান

অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মাতৃত্বের পর নিজের জন্য নির্ধারিত ৮ ঘণ্টার কাজের সীমা টেনে দেওয়ায় পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন। বিষয়টি ঘিরে বলিউডজুড়ে চলছে বিতর্ক, বিশেষ করে কর্মঘণ্টা নিয়ে। এবার এই ইস্যুতে মুখ খুললেন বিদ্যা বালান—একদিকে দীপিকার অবস্থানে সমর্থন, অন্যদিকে নিজের বাস্তবতা তুলে ধরে ব্যক্ত করলেন একরাশ আক্ষেপও।
সম্প্রতি হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা বলেন, “মায়েদের কত ঘণ্টা কাজ করা উচিত, এটা যদি আলোচনার বিষয় হয়, আমি বলব—একেবারে ন্যায্য দাবি এটি। প্রতিটি ইন্ডাস্ট্রিতেই এমন ব্যবস্থা থাকা উচিত, যাতে নতুন মায়েদের নিজেদের ক্যারিয়ার বিসর্জন না দিতে হয়।”
তবে নিজের বাস্তবতা তুলে ধরে খানিকটা আবেগী কণ্ঠেই বিদ্যা যোগ করেন, “আমি মা নই, তাই ১২ ঘণ্টা কাজ করতে পারি। আমার কোনো সমস্যা নেই। আমি যেসব সিনেমায় কাজ করি, সেখানে ৮ ঘণ্টায় কাজ শেষ হয় না। আমি যেহেতু মানি, তাই পৃথিবীর সমস্ত সময় আমার হাতে। তাই আমি ১২ ঘণ্টার শিফটেই কাজ করি।”
২০১২ সালে প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করেন বিদ্যা বালান। ১৩ বছরের দাম্পত্যেও তিনি নিঃসন্তান। যদিও এ বিষয়ে কখনও প্রকাশ্যে আলোচনা করেননি তিনি। কিন্তু দীপিকার প্রসঙ্গে কথা বলতে গিয়ে যেন নিজের না বলা কথাগুলো উঠে এল প্রকাশ্যে।
‘কবীর সিং’-খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন সিনেমা ‘স্পিরিট’-এর প্রধান চরিত্রে দীপিকা পাড়ুকোনকে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে সদ্য মা হওয়া দীপিকা ৮ ঘণ্টার বেশি কাজ করতে রাজি না হওয়ায়, পরিচালকের সঙ্গে মতবিরোধ তৈরি হয়। সন্দীপ নিজের সময়সীমা নিয়ে আপস করতে চাননি। শেষ পর্যন্ত দীপিকা সিনেমাটি ছেড়ে দেন এবং তার পরিবর্তে চরিত্রটি করছেন ‘অ্যানিমাল’ খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি।
দীপিকার পক্ষে ইতোমধ্যেই মুখ খুলেছেন বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক তারকা—কাজল, সাইফ আলি খান, রানা দগ্গুবতি, এমনকি বাংলা সিনেমার প্রিয়াঙ্কা সরকারও। তবে বিদ্যা বালানের বক্তব্যে একটি ভিন্নমাত্রা তৈরি হয়েছে—যেখানে দীপিকার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তিনি তুলে ধরেছেন মা না হওয়ার ব্যক্তিগত এক শূন্যতাও।