বক্স অফিসে ‘সাইয়ারা’র ঝড়, তিন দিনেই আয় কোটি কোটি!

বলিউডে রোমান্টিক সিনেমার প্রতি দর্শকদের দুর্বলতা নতুন কিছু নয়। সেই প্রেমই যেন আবারও ফিরিয়ে এনেছে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাইয়ারা’। আবেগপ্রবণ কাহিনি আর হৃদয় ছুঁয়ে যাওয়া উপস্থাপনায় অনেকে একে বলছেন ‘আশিকি’ সিরিজের যোগ্য উত্তরসূরি। কেউ কেউ তো সিনেমাটিকে ‘আশিকি ৩’ বলেও ডাকছেন! যদিও কপিরাইটজনিত কারণে সেই নাম দেওয়া হয়নি, তবে বাণিজ্যিক সাফল্যের দিক থেকে ছবিটি ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে প্রথম সারির তালিকায়।
স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, মুক্তির পর তৃতীয় দিন, অর্থাৎ রোববার ছিল ‘সাইয়ারা’র জন্য সবচেয়ে লাভজনক দিন।
১। প্রথম দিন (শুক্রবার): আয় করেছে ২১ কোটি রুপি
২। দ্বিতীয় দিন (শনিবার): আয় ২৫ কোটি
৩। তৃতীয় দিন (রোববার): এক লাফে আয় ৩৭ কোটি রুপি
সব মিলিয়ে মাত্র তিন দিনেই সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৮৩ কোটি রুপি, যা অনেক সুপারহিট সিনেমার রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
তিন দিনের বক্স অফিসে ‘সাইয়ারা’ ছাড়িয়ে গেছে শাহিদ কাপুরের ‘কবির সিং’-কেও, যা একটি সময় আইকনিক হিট হিসেবে বিবেচিত হয়েছিল।
‘কবির সিং’-এর প্রথম তিন দিনের আয় ছিল ৭০.৮৩ কোটি
আর ‘সাইয়ারা’র আয় দাঁড়িয়েছে ৮৩ কোটি, অর্থাৎ প্রায় ১৩ কোটি বেশি
এটুকুতেই থামছে না হাইপ—দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়া বলছে, সপ্তাহ শেষে ছবিটি আরও বড় রেকর্ড গড়তে পারে।
মোহিত সুরি পরিচালিত এই ছবিতে আহান পান্ডে (চাঙ্কি পান্ডের ভাতিজা) অভিনয় করেছেন মুখ্য চরিত্রে, যার এটি বড়পর্দায় অভিষেক। তার সঙ্গে জুটি বেঁধেছেন ওয়েব সিরিজ ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ ও কাজল অভিনীত ‘সালাম ভেঙ্কি’-খ্যাত অনীত পাড্ডা। সিনেমাটি প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস।
প্রেম, বিরহ আর আবেগের ছোঁয়ায় মোড়া এই রোমান্টিক ড্রামা ঠিক যে ধরনের গল্প দর্শক চায়—‘সাইয়ারা’ যেন সেটিরই নতুন নাম।