‘জিরো’-তে শাহরুখের অভিনয় নয়, প্রযুক্তিই ছিল মুখ্য: লিলিপুট

বলিউড সুপারস্টার শাহরুখ খান যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে প্রশংসার কেন্দ্রবিন্দুতে, তখন তার অভিনয় দক্ষতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বর্ষীয়ান অভিনেতা লিলিপুট। বিশেষ করে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ ছবিতে শাহরুখের অভিনয় নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন— “শাহরুখ খান কমল হাসানের অভিনয়ের ধারেকাছেও আসতে পারেন না।”
সম্প্রতি এক সাক্ষাৎকারে লিলিপুট বলেন, “একজন দৃষ্টিহীন ব্যক্তি অন্ধের চরিত্রে অভিনয় করতে পারেন। কিন্তু একজন পূর্ণদৈর্ঘ্যের মানুষের পক্ষে বামনের চরিত্রে বিশ্বাসযোগ্যভাবে অভিনয় করা অত্যন্ত চ্যালেঞ্জিং। কারণ বামনদের চলন-বলন, অঙ্গভঙ্গি, দেহের গঠন—সবকিছু আলাদা।”
তিনি বলেন, “‘জিরো’ ছবিতে শাহরুখকে একটি ভিজ্যুয়াল ইফেক্টসের মাধ্যমে বামন দেখানো হয়েছে। আমি ছবিতে একজন বাস্তব বামনের দিকে তাকাইনি, আমি একজন স্বাভাবিক উচ্চতার মানুষকে দেখেছি, যাকে প্রযুক্তির সাহায্যে ছোট দেখানো হয়েছে। এখানেই চরিত্রের বিশ্বাসযোগ্যতা হারিয়ে গেছে।”
শাহরুখের অভিনয়কে কমল হাসানের সঙ্গে তুলনা করে লিলিপুট বলেন, “শাহরুখ খান কমল হাসানকে অনুকরণ করার চেষ্টা করেছেন। কিন্তু কমল হাসান তার ছবিতে বামনের গড়ন, শারীরিক ভাষা ও চারিত্রিক বৈশিষ্ট্য নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন। তিনি একজন প্রকৃত অভিনেতা।”
তিনি আরও বলেন, “শাহরুখ খান কেবল কমল হাসানের কপি করেছেন, কিন্তু তিনি তার পায়ের নখেরও যোগ্য নন। খুব স্বাভাবিকভাবেই, যেখানে কমল হাসান সফল হয়েছেন, সেখানে শাহরুখ ব্যর্থ হয়েছেন।”
প্রসঙ্গত, আনন্দ এল রাই পরিচালিত 'জিরো' ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফ। ২০০ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত ছবিটি বিশ্বব্যাপী আয় করে মাত্র ১৭৮ কোটি টাকা, যা ছবিটিকে বক্স অফিসে ব্যর্থ করে তোলে। এই ছবির পর শাহরুখ খান দীর্ঘ সময় অভিনয় থেকে বিরত থাকেন এবং পরে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’র মাধ্যমে পুনরায় বড়পর্দায় ফিরে আসেন।
সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখ খানের নাম আসায় চলচ্চিত্রাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই মনে করেন, তার পুরস্কারপ্রাপ্ত ছবি হিসেবে ‘স্বদেশ’ বা ‘চক দে ইন্ডিয়া’র মতো চলচ্চিত্র বেশি উপযুক্ত ছিল। অন্যদিকে, কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ‘জওয়ান’-এর মতো একটি বাণিজ্যিক ছবির জন্য জাতীয় সম্মান আদৌ প্রাপ্য ছিল কি না।