‘যেখানে ভালোবাসা আছে, সেখানে জীবন আছে’: অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস সবসময়ই ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সিনেমার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সক্রিয়। এবার সাদা গোলাপ হাতে একগুচ্ছ ছবি শেয়ার করে আবারও নেটিজেনদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছেন।
শনিবার (২৩ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন অপু। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “যেখানে ভালোবাসা আছে,
সেখানে জীবন আছে।”
পোস্টটি প্রকাশের পরই ভক্তরা কমেন্টে ভরা ভালোবাসা জানাচ্ছেন। কেউ জানতে চেয়েছেন, সাদা গোলাপ কাকে উপহার দিতে চাচ্ছেন নায়িকা। অন্যরা শাকিব খানের প্রসঙ্গও তুলে ধরেছেন।
এর আগে যুক্তরাষ্ট্রে শাকিব খান ও বুবলীর কিছু ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার সৃষ্টি হয়েছিল। তখনও নেটিজেনরা অপুর প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন। অপু কৌশলী জবাব দিয়ে নিজের অবস্থান প্রকাশ করেছিলেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে ছেলেকে নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমি অভিনেত্রী হিসেবে সফলতা পেয়েছি, কিন্তু মা হিসেবে আমার জীবনে সেদিনই সফলতা আসবে যেদিন আমি মানুষের মতো মানুষ করে আব্রামকে সবার সামনে উপস্থাপন করতে পারব।”
ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অপু আরও বলেন, “দর্শক-ভক্তদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা ও দোয়া পেয়েছি। আমি চাই, তারা যেন সব সময় সেই ভালোবাসা ও দোয়াতে আমাকে ভরিয়ে রাখেন।”