শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’ আগামী বছরের ঈদে মুক্তি পাবে

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। ছবিতে শাকিবের সঙ্গে তিনজন নায়িকা অভিনয় করবেন।
নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। শুক্রবার প্রকাশিত হয়েছে ছবিটির প্রথম পোস্টার।
ছবিটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। প্রযোজক হিসেবে আছেন শিরিন সুলতানা ও ক্রিয়েটিভ ল্যান্ড। নির্মাতা জানান, ‘সিনেমার গল্পে ক্রাইম, প্রেম, অ্যাকশন ও আবেগ সবই থাকবে। দেশের মধ্যে এবং বাইরে সিনেমাটিকে সফল করতে আমাদের টিম কাজ করছে।’
চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। শুটিং আগামী নভেম্বর থেকে শুরু হওয়ার কথা।