‘নতুন বাংলাদেশের পথে জামায়াত আমির’—সামাজিক মাধ্যমে গালিবের মন্তব্য

বাংলাদেশ ২.০ বিনির্মাণে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং তিনি একটি গ্রহণযোগ্য জাতীয় নেতায় পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।
শনিবার (২ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।
ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ড. মির্জা গালিব বলেন, ‘গত আগস্টের পর থেকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশ ২.০ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং একটি গ্রহণযোগ্য জাতীয় নেতার রূপ ধারণ করেছেন। আজ তাঁর হার্টের অপারেশন হওয়ার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তাঁকে সম্পূর্ণ সুস্থতা দান করুন এবং আরও বহুদিন এই জাতির খেদমত করার তাওফিক দিন। আমীন।’
এদিকে, হৃদরোগজনিত সমস্যার কারণে শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর হার্টে মোট পাঁচটি ব্লক রয়েছে, যার মধ্যে তিনটি গুরুতর ও দুটি প্রায় ৫০ শতাংশ ব্লক।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, এদিন ডা. শফিকুর রহমানকে হাসপাতালে নেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ শীর্ষ পর্যায়ের নেতারা।
এর আগে, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। তাৎক্ষণিকভাবে তাঁকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা ধরা না পড়লেও চিকিৎসকরা ডিহাইড্রেশনের সন্দেহ প্রকাশ করেছিলেন।
পরবর্তীতে ধারাবাহিকভাবে তাঁর বিভিন্ন মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেখানেই তাঁর হার্টে পাঁচটি ব্লকের বিষয়টি ধরা পড়ে। গুরুতর তিনটি ব্লক অপসারণে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
ডা. শফিকুর রহমানের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাঁকে বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছিল। তবে তিনি নিজ উদ্যোগে দেশের বাইরেই চিকিৎসা না নেওয়ার সিদ্ধান্ত নেন। দেশীয় চিকিৎসা ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধার করতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জামায়াতের পক্ষ থেকে