'আন্তর্জাতিক বিচার আদালতের জলবায়ু উপদেশমূলক মতামত নীতি পরিবর্তনে নৈতিক সাহস যোগাবে': রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, "আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) জলবায়ু পরিবর্তনে রাষ্ট্রগুলোর বাধ্যবাধকতা সংক্রান্ত উপদেশমূলক মতামত যদিও বাধ্যতামূলক নয়, তবুও এটি বর্তমান বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতির বিপরীতে নৈতিক সাহস যোগাবে এবং আন্তর্জাতিক নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ চাপ সৃষ্টি করবে। এই চাপ বিবেচনায় রাষ্ট্রগুলোকে জলবায়ু নীতিমালায় পরিবর্তন আনতে হবে।"
শনিবার (২ আগস্ট) পরিবেশ অধিদপ্তরে আয়োজিত গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি, কারণ ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে এবং তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।"
রিজওয়ানা হাসান নদী ভাঙন, অবকাঠামোগত দুর্বলতা, জলবায়ু অভিযোজন পরিকল্পনা ও স্থানীয় সরকারের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তাও তুলে ধরেন। তিনি বলেন, "নদী ভাঙন প্রবণ এলাকায় পুনর্বাসন ছাড়া টেকসই সমাধান সম্ভব নয় এবং ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডকে আরও কার্যকর করতে হবে, যেখানে সরকার ও এনজিও একযোগে কাজ করবে।"
তিনি ‘ন্যাচারাল রিসোর্স প্রটেকশন’ ও ‘মরাল অবলিগেশন’-এর গুরুত্ব তুলে ধরে দেশের তরুণদের মাধ্যমে পরিবেশবান্ধব বার্তা ছড়ানোর আহ্বান জানান।
পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইনজীবী ও জলবায়ু পরিবর্তন নিগোশিয়েটর অ্যাডভোকেট হাফিজ খান।