৫ আগস্ট বিকেল ৫টায় “জুলাই ঘোষণাপত্র” প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার

আসন্ন ৫ আগস্ট, ২০২৫, বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে “জুলাই ঘোষণাপত্র” আনুষ্ঠানিকভাবে জাতির সামনে উপস্থাপন করবে অন্তর্বর্তীকালীন সরকার। জাতীয় নাগরিক পার্টির সারজিস আলম শনিবার (২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
পোস্টে তিনি লেখেন, “অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ৫ আগস্ট, ২০২৫, বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।”
“জুলাই ঘোষণাপত্র” দেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তাল প্রেক্ষাপটে একটি কেন্দ্রীয় দলিল হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সংগঠন ও ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এর দাবিতে সক্রিয় ছিলেন। ধারণা করা হচ্ছে, ঘোষণাপত্রে অন্তর্বর্তী সরকারের রূপরেখা, নতুন নির্বাচনব্যবস্থা, জবাবদিহিমূলক প্রশাসন এবং গণতান্ত্রিক সংস্কারের নীতিমালা অন্তর্ভুক্ত থাকবে।
সরকারিভাবে এখনও আনুষ্ঠানিক আমন্ত্রণ বা কর্মসূচির তালিকা প্রকাশ না হলেও, এই ঘোষণাকে ঘিরে রাজধানী ঢাকাসহ সারা দেশে রাজনৈতিক ও নাগরিক পরিসরে তৎপরতা বেড়েছে।