শহীদদের গণকবরের ইটের মান নিয়ে আক্ষেপ স্বরাষ্ট্র উপদেষ্টার

রাজধানীর রায়েরবাজার গণকবর পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, শহীদ ছাত্র-জনতার গণকবরের ইটের মান ভালো দেওয়া হচ্ছে না, যা তিনি নিয়ে গভীর আক্ষেপ প্রকাশ করেছেন।
শনিবার (২ আগস্ট) তিনি গণকবর পরিদর্শন শেষে বলেন, “দুর্নীতি আমাদের দেশে বড় সমস্যা। দুর্নীতি কমানো না গেলে কিছুই ঠিক হবে না। এখানে শহীদদের কবরেও ইটের মান ভালো দেওয়া হচ্ছে না। আপনারা (সাংবাদিকরা) এই বিষয়টি প্রচার করবেন।”
রায়েরবাজার গণকবরের মধ্যে মোট ১১৪টি কবর রয়েছে বলে জানান তিনি। শহীদদের মধ্যে অনেকের পরিচয় শনাক্ত করা যায়নি বলেও জানানো হয়। তবে তাদের শনাক্তের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে। স্বজনরা আগেও কবর থেকে লাশ উত্তোলনের অনুমতি দেয়নি, কিন্তু এখন তাদের রাজি হওয়ার কথাও উল্লেখ করেন। ডিএনএ পরীক্ষার মাধ্যমে শহীদদের সঠিক পরিচয় নিশ্চিত করার প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, “যেহেতু ডিএনএ করা হবে, তাই লাশগুলো পোস্টমর্টেমও হবে। এটি ডাক্তার এবং একটি কমিটির মাধ্যমে বাস্তবায়িত হবে।”
জুলাইয়ের গণহত্যার মামলার বিচার প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, কিছু মামলার বিচার শুরু হয়েছে এবং বাকিগুলোও ধীরে ধীরে এগোচ্ছে। দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।