ইসলামী আন্দোলনের প্রতিবাদ: ‘সালাহউদ্দিন আহমদের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এক বিবৃতিতে বলেন, রাষ্ট্র পরিচালনায় সবার মতামত নিশ্চিত করতে পিআর পদ্ধতির প্রয়োজনীয়তা নিয়ে ভিন্নমত থাকতে পারে, তবে তা প্রকাশ করতে হবে সৌজন্যমূলক ভাষায়।
তিনি অভিযোগ করেন, সালাহউদ্দিন ইসলামি আন্দোলনের প্রতি যে ভাষা ব্যবহার করেছেন, তা ‘অশোভন, স্ববিরোধী ও রাজনৈতিক সৌজন্যের পরিপন্থী’। তিনি বিএনপির অতীত অংশগ্রহণের প্রসঙ্গ টেনে বলেন, যারা নিজেরাই বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা এখন অন্যদের পদ্ধতি নিয়ে সমালোচনা করলে তা ভণ্ডামি।
এছাড়া সালাহউদ্দিন আহমেদের অতীত ‘গুম’ সংক্রান্ত ইস্যুতেও মন্তব্য করেন মারুফ। তিনি বলেন, ‘যখন বলা হতো তিনি গুম হয়েছেন, তখন তিনি ভারতে আরামে ছিলেন’, যা তাকে প্রশ্নবিদ্ধ করে। সেইসঙ্গে সালাহউদ্দিনের বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানানো হয় এবং বলা হয়, না চাইলে রাজনৈতিক সংস্কৃতি নষ্ট হওয়ার দায় তাকেই নিতে হবে।
বিবৃতিতে শেষ পর্যন্ত বলা হয়, মতভিন্নতা থাকতেই পারে, তবে সেটি প্রকাশ হতে হবে যুক্তিপূর্ণ ভাষায়, অসভ্য আচরণ নয়। বিএনপিকেও আহ্বান জানানো হয় যেন বিতর্কিত নেতাদের বিষয়ে সচেতন থাকে।