ইসরাইলে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা কানাডার

ইসরায়েলের প্রতি সামরিক সহায়তা বন্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে কানাডা। গাজায় ব্যবহারের সম্ভাবনা রয়েছে— এমন সব সামরিক পণ্য ও প্রযুক্তির রপ্তানিতে নিষেধাজ্ঞা বহাল রয়েছে বলে জানানো হয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
গত শনিবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ স্পষ্টভাবে জানান, ২০২৪ সালের জানুয়ারি থেকে গাজায় ব্যবহারের সম্ভাব্য সামগ্রী রপ্তানির জন্য নতুন কোনো লাইসেন্স অনুমোদন দেওয়া হয়নি। তিনি বলেন, এই নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের লাইসেন্স দেওয়া হবে না।
সম্প্রতি চারটি মানবাধিকার সংগঠন একটি প্রতিবেদন প্রকাশ করে দাবি করে, কানাডা থেকে এখনো ইসরাইলে সামরিক সরঞ্জাম রপ্তানি হচ্ছে। এতে বলা হয়, ‘মিলিটারি ওয়েপন পার্টস ও অ্যামুনিশন’ শিরোনামে কিছু সামগ্রী ইসরাইলে পাঠানো হয়েছে। এসব দাবির ভিত্তিতে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়।
তবে কানাডা সরকার এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। সরকারি ব্যাখ্যায় বলা হয়েছে, প্রতিবেদনে যে সামগ্রীগুলোর উল্লেখ করা হয়েছে, সেগুলো বাস্তবিক অর্থে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী নয়। যেমন, গুলির মতো মনে হলেও সেগুলো আসলে পেইন্টবল জাতীয় অনুশীলনী সামগ্রী এবং এমন প্রযুক্তি, যা আগ্নেয়াস্ত্রকে অকার্যকর করে।
কানাডা সরকার জানায়, কোনো প্রতিষ্ঠান যদি বৈধ লাইসেন্স ছাড়া সামরিক সরঞ্জাম রপ্তানি করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে জরিমানা, পণ্য জব্দ এবং ফৌজদারি মামলা।
অন্যদিকে, প্রতিবেদন প্রকাশকারী সংগঠনগুলোর মতে, সরকারি অস্বীকার সত্ত্বেও বাস্তবে কানাডা ইসরাইলকে সামরিক সহায়তা দিচ্ছে। তাঁরা বাণিজ্যিক শিপমেন্ট সংক্রান্ত কিছু দলিলও উপস্থাপন করেছেন, যা তাদের দাবি অনুযায়ী ইসরাইলে সামরিক পণ্যের রপ্তানির প্রমাণ।