যুক্তরাষ্ট্র–দক্ষিণ কোরিয়ার নতুন বাণিজ্য চুক্তি: আমদানিতে ১৫% শুল্ক আরোপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ১৫ শতাংশ শুল্ক আরোপ করবে। পূর্বে ঘোষিত ২৫ শতাংশ শুল্কের বদলে এ হার কার্যকর হবে, যা দুই মিত্র দেশের মধ্যকার বাণিজ্য উত্তেজনা কমাতে সাহায্য করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছে।
গত বুধবার হোয়াইট হাউজে কোরীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প নতুন এই বাণিজ্য চুক্তির ঘোষণা দেন। ১ আগস্ট থেকে কার্যকর হওয়া উচ্চ শুল্কের আগে এটি একাধিক বাণিজ্য চুক্তির মধ্যে অন্যতম।
ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, যুক্তরাষ্ট্র ও কোরিয়ার মধ্যে পূর্ণাঙ্গ ও সম্পূর্ণ বাণিজ্য চুক্তি হয়েছে।”
চুক্তিটি দক্ষিণ কোরিয়ার নবনিযুক্ত প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে ধরা হচ্ছে। জুনে দায়িত্ব নেওয়া লি জানান, এই চুক্তি রফতানির অনিশ্চয়তা দূর করেছে এবং যুক্তরাষ্ট্রে কোরিয়ার প্রতিযোগীদের তুলনায় কম শুল্ক নির্ধারণ করেছে।
লি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, “আমরা একটি বড় বাধা পার হয়েছি।”
ট্রাম্প আরও জানিয়েছেন, দুই সপ্তাহের মধ্যে লি জে মিয়ং হোয়াইট হাউজে তার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।
চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ করবে এবং ১০০ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য কিনবে। বিনিয়োগের মধ্যে রয়েছে জাহাজ নির্মাণ, চিপ, পারমাণবিক শক্তি, ব্যাটারি ও বায়োটেক খাত।
তবে কোরীয় কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, চাল ও গরুর মাংসের বাজার আরও উন্মুক্ত করা হবে না এবং কৃষিপণ্য সংক্রান্ত মার্কিন শর্ত নিয়ে আলোচনা চালানো হবে।
নতুন চুক্তিতে দক্ষিণ কোরীয় গাড়িতে ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। চিপ ও ওষুধ খাতে দেশটির রফতানি অন্য দেশের তুলনায় বাড়তি শুল্কের মুখে পড়বে না। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামা এই চুক্তির আওতায় পড়েনি।