৪ আগস্ট থেকে শুরু হচ্ছে রাবি ছাত্রদলের হল কমিটি গঠন প্রক্রিয়া

আগামী ৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত হল কমিটি গঠনের কার্যক্রম শুরু করতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রবি) শাখা ছাত্রদল। গত শুক্রবার (১ আগস্ট) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফর্ম সংগ্রহ করা যাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীর হল কমিটি হবে চিন্তাশীল, সক্রিয় ও আদর্শিক ছাত্রদের সমন্বয়ে একটি সংগ্রামী কাঠামো। সকল হলের জাতীয়তাবাদী চিন্তা-চেতনায় বিশ্বাসী, বাংলাদেশি জাতীয়তাবাদে আস্থাশীল, দেশপ্রেমিক, আদর্শবান শিক্ষার্থী ভাইদের প্রতি আহ্বান জানানো হচ্ছে—আপনার নিজ নিজ হলে ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ করুন এবং আসন্ন হল কমিটি গঠনে আপনার অংশগ্রহণ নিশ্চিত করুন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী প্রতিটি ছাত্রই ছাত্রদলের সহযোদ্ধা চলো এগিয়ে যাই, গঠন করি শক্তিশালী হল কমিটি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুলতান আহমেদ রাহী এবং সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম আজ উক্ত সিদ্ধান্ত অনুমোদন করেছেন৷
এর আগে, গত ২৯ জুলাই দীর্ঘ ৪ বছর পর রাবি শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুলতান আহমেদ রাহী সভাপতি ও সংগীত বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সর্দার জহুরুল ইসলাম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।