বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে ১০০ সচিবালয় সহকারী জজ নিয়োগ!

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় সহকারী জজ পদে ১০০ শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি ১৮শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৮শ বিজেএস) পরীক্ষার নিয়োগ।
১. বেতন ও সুবিধা:
বেতন স্কেল: ৩০,৯৩৫–৬৪,৪৩০ টাকা
২০১৬ সালের সরকারি বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান।
যোগ্যতা ও বয়স:
প্রার্থীকে ১ জানুয়ারি ২০২৫ তারিখে অনধিক ৩২ বছরের হতে হবে।
২. আবেদনের সময়:
শুরু: ১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২টা
শেষ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১:৫৯
আবেদন ফি: ১,২০০ টাকা (টেলিটক মাধ্যমে)
ফি জমার শেষ দিন: ১ অক্টোবর ২০২৫, রাত ১১:৫৯
৩. পরীক্ষার কাঠামো:
প্রাথমিক পরীক্ষা (MCQ, ১০০ নম্বর)
পাস নম্বর: ৫০
বিষয়: সাধারণ বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বুদ্ধিমত্তা ও আইন
ভুল উত্তরের জন্য -০.২৫ নম্বর কর্তন
লিখিত পরীক্ষা (১০০০ নম্বর)
প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই অংশগ্রহণ করতে পারবে
৪. লিখিত পাস: গড়ে ৫০%, কোনো বিষয়ে কমপক্ষে ৩০%
মৌখিক পরীক্ষা (১০০ নম্বর)
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই অংশগ্রহণ করবে
৫. পাস নম্বর: ৫০
৬. পরীক্ষার স্থান: ঢাকা মহানগর
প্রাথমিক পরীক্ষা অক্টোবর ২০২৫ মাসের শেষ ভাগে সম্ভাব্য
আবেদন ও বিস্তারিত: [এখানে ক্লিক করুন]