দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ!

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্পের আওতায় বিশ্বসাহিত্য কেন্দ্র নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে মোট ২০ ক্যাটাগরিতে ১৯১টি শূন্য পদে নিয়োগ দেওয়ার তথ্য জানানো হয়েছে।
নিয়োগ প্রক্রিয়া ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত চলবে। যোগ্য প্রার্থীরা নির্ধারিত ফরম্যাটে ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন।
প্রধান পদের মধ্যে রয়েছে—
১. ডেপুটি কো-অর্ডিনেটর, অ্যাডমিন ও ফিন্যান্স (১টি পদ, বেতন ৬০,০০০/-)
২. ডেপুটি কো-অর্ডিনেটর, প্রোগ্রাম ও ভেহিকেল (১টি পদ, বেতন ৬০,০০০/-)
৩. অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর, বিভিন্ন বিভাগে (৯টি পদ, বেতন ৪৫,০০০/-)
৪. লাইব্রেরি ইনচার্জ (৭৭টি পদ, বেতন ৩০,০০০/-)
৫. ড্রাইভার, স্টোর ইনচার্জ, হেলপার, ক্লিনারসহ আরও বিভিন্ন পদ।
যোগ্যতার মধ্যে স্নাতকোত্তর বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা থাকা আবশ্যক। বেশিরভাগ পদের জন্য ন্যূনতম ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। বয়সসীমা ৩০ থেকে ৪০ বছরের মধ্যে নির্ধারিত।
আবেদনের শেষ সময়: ৩০ আগস্ট ২০২৫।
বিশেষ নির্দেশনা অনুযায়ী, প্রার্থীরা পূর্ববর্তী দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে অভিজ্ঞ হলে বয়সসীমা ও যোগ্যতার শিথিলতা প্রযোজ্য। প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশের মাধ্যমে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানানো হবে।
আবেদনের পদ্ধতি: বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন