ইউজিসিতে ৩৮ শূন্যপদে জনবল নিয়োগের সুযোগ, আবেদন ১১ সেপ্টেম্বর পর্যন্ত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ৩৮টি শূন্যপদে জনবল নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। পদের মধ্যে রয়েছে সহকারী সচিব/সহকারী পরিচালক, অ্যাকাউন্টস অফিসার, বাজেট অফিসার, অডিট অফিসার, সহকারী প্রকৌশলী (সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল), নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট, গাড়িচালক ও অফিস সহায়ক।
মোট ৩৮টি পদে নিয়োগ দেওয়া হবে। সহকারী সচিব বা সহকারী পরিচালক পদে ১৫ জন, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট ৮ জন, অফিস সহায়ক ৫ জন, গাড়িচালক ৩ জন এবং বাকি পদে একজন করে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ ১১ সেপ্টেম্বর। আগ্রহী বাংলাদেশি নাগরিকরা অফিস চলাকালে আবেদনপত্র বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা–১২০৭ ঠিকানায় জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
বয়সসীমা আবেদনের শেষ তারিখ অনুযায়ী ৩২ বছরের কম হতে হবে। আবেদনপত্র বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। প্রার্থীরা নির্ধারিত পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের সঙ্গে আবেদনপত্র জমা দেবেন। চাকরিরত প্রার্থীদের অবশ্যই নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।