বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ দিচ্ছে ৮০০ সিনিয়র স্টাফ নার্স!

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) দশম গ্রেডে ৮০০ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া আগামী ১৫ আগস্ট থেকে শুরু হয়ে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. নজরুল ইসলাম।
নিয়োগের জন্য প্রার্থীদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকা আবশ্যক। বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
পদসংখ্যা ও বেতন:
১. সিনিয়র স্টাফ নার্স: ৮০০ জন
২. বেতন স্কেল: ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা
সংরক্ষিত কোটা:
মেধা ভিত্তিতে ৯৩% পদ পূরণ হবে। বাকি ৭% পদ বিভিন্ন সংরক্ষিত শ্রেণীর জন্য নির্ধারিত, যেখানে মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনা সন্তান ৫%, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী ১%।
আবেদন প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ নির্দেশনা:
আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষরের ছবি ও প্রযোজ্য সনদপত্র আপলোড করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। মৌখিক পরীক্ষার সময় মূল সনদপত্র এবং গেজেটেড কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো সময় নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা পদসংখ্যা পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করেছে। পাশাপাশি, ভুল বা মিথ্যা তথ্য প্রমাণিত হলে আবেদন বা নিয়োগ বাতিল করা হবে।