শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অধিদপ্তরে ৬২ জনের চাকরির সুযোগ!

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিপ্তরে (DIFE) ১৩ থেকে ২০তম গ্রেডে ৭টি ক্যাটাগরিতে মোট ৬২ জন নিয়োগ দেওয়া হবে। শুক্রবার (২৫ জুলাই) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন এই প্রতিষ্ঠানটি।
আবেদন শুরু হবে ২৭ জুলাই সকাল ১০টা থেকে এবং শেষ হবে ২৪ আগস্ট বিকেল ৫টা। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগসংক্রান্ত মূল তথ্য:
১. প্রতিষ্ঠান: কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (DIFE)
২. মোট পদ: ১৩টি
৩. মোট জনবল: ৬২ জন
৪. বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর (১ জুলাই ২০২৫ পর্যন্ত); নির্দিষ্ট ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য
উল্লেখযোগ্য পদ ও সংখ্যা:
১. প্রধান সহকারী: ৪ জন
২. হিসাবরক্ষক: ১ জন
৩. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: ১ জন
৪. ডাটা এন্ট্রি অপারেটর: ১ জন
৫. অফিস সহায়ক: ২৭ জন
৬. গাড়িচালক: ১০ জন
৭. পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তাপ্রহরী: ১ জন করে
আবেদন ফি:
১–১০ নম্বর পদের জন্য: ১১২ টাকা
১১–১৩ নম্বর পদের জন্য: ৫৬ টাকা
অনগ্রসর প্রার্থীদের জন্য: সব পদের ক্ষেত্রে ৫৬ টাকা
আবেদন ফি জমা দিতে হবে টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে, অনলাইনে ফরম পূরণের পর ৭২ ঘণ্টার মধ্যে।
আবেদন লিংক: http://dife.teletalk.com.bd