“সচেতনতার অভাবে বাড়ছে ক্রেডিট কার্ডের ঋণঝুঁকি”

দেশে ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। বর্তমানে প্রায় ৪০টির মতো ব্যাংক এ সেবা দিচ্ছে। তবে সচেতনতার অভাবে অনেক গ্রাহক পড়ছেন ঋণের ফাঁদে।
বিশেষজ্ঞরা বলছেন, বাজেটের বাইরে খরচ, বিলম্বে পরিশোধ, একাধিক কার্ড ব্যবহার ও শুধুমাত্র ন্যূনতম টাকা পরিশোধের মতো ভুলের কারণে ঋণ দ্রুত বাড়ছে। এর পাশাপাশি রিওয়ার্ড অফার ও ‘বাই নাউ পে লেটার’ সুবিধার লোভে অনেক গ্রাহক অপ্রয়োজনীয় খরচে জড়িয়ে পড়েন।
তাদের পরামর্শ, মাসিক আয়ের ৩০–৩৫ শতাংশের বেশি যেন ক্রেডিট কার্ডে খরচ না হয় এবং বিল অবশ্যই নির্ধারিত সময়ে পরিশোধ করতে হবে। তা না হলে জরিমানা, উচ্চ সুদ এবং ক্রেডিট স্কোর কমে যাওয়ার ঝুঁকি থাকে।
বাজেটের বাইরে খরচ:
আয়ের ৩০–৩৫% এর বেশি খরচ বিপজ্জনক।
শুধু ন্যূনতম টাকা পরিশোধ:
এতে সুদ ও ঋণ দ্রুত বেড়ে যায়।
একাধিক কার্ড ব্যবহার:
– ঋণ আড়াল হয়, পরিশোধ জটিল হয়।
বিল দেরিতে পরিশোধ:
জরিমানা, ক্রেডিট স্কোর নেমে যাওয়া ও সুদমুক্ত সময় হারানোর ঝুঁকি।
কার্ড থেকে নগদ অর্থ তোলা:
সঙ্গে সঙ্গে সুদ আরোপ হয়, সুদমুক্ত সুবিধা বাতিল।
অফারের ফাঁদে পড়া:
ইএমআই, BNPL, ডিসকাউন্ট অফারে লুকানো চার্জ ও যৌগিক সুদে ঋণ বাড়ে।