অনলাইনে আবাসন ঋণের আবেদন নিচ্ছে পূবালী ব্যাংক

নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট কেনার স্বপ্ন পূরণে এখন থেকে অনলাইনেই আবাসন ঋণের আবেদন গ্রহণ করছে বেসরকারি খাতের পূবালী ব্যাংক। গ্রাহকরা অনলাইনে নথিপত্র জমা দিতে পারবেন, ব্যাংক যাচাই শেষে যোগ্য আবেদনকারীদের ঋণ ছাড় করা হবে। এতে গ্রাহকদের ভোগান্তি কমার পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতাও হ্রাস পেয়েছে।
পূবালী ব্যাংক জানায়, তারা টিনশেড থেকে বহুতল ভবন নির্মাণ, বিদ্যমান ফ্ল্যাট বা বাড়ি সম্প্রসারণ ও সংস্কারের জন্য আবাসন ঋণ দিয়ে থাকে। সর্বনিম্ন ২ লাখ থেকে সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। এসব ঋণে সুদের হার সাড়ে ১৩ থেকে ১৪ শতাংশের মধ্যে থাকবে। ঋণের মেয়াদ সর্বোচ্চ ২৫ বছর।
যেভাবে আবেদন করবেন
ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ফ্ল্যাট কেনা, ভবন নির্মাণ বা সংস্কারের জন্য ঋণ আবেদন করা যাবে। জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর দিয়ে ওটিপি কোড ব্যবহার করে শুরু করতে হবে আবেদন। নয় ধাপে প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার পর যাচাই করে ব্যাংক আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করবে এবং যোগ্য হলে ঋণ ছাড় দেবে।
যোগ্যতা ও শর্ত
১. আবেদনকারীকে বাংলাদেশি নাগরিক ও করদাতা হতে হবে।
২. স্থায়ী আয়ের উৎস থাকতে হবে।
৩. বয়স হতে হবে ২১ থেকে ৬৫ বছরের মধ্যে (ঋণ মেয়াদ শেষে ৭০ বছরের বেশি নয়)।
৪. সম্পদ কেনা বা নির্মাণের ক্ষেত্রে ঋণগ্রহীতার নিজস্ব অংশ থাকতে হবে কমপক্ষে ৩০%।
৫০ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে প্রক্রিয়াকরণ মাশুল হবে ঋণের ০.৫০% বা সর্বোচ্চ ১৫ হাজার টাকা। ৫০ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে মাশুল ০.৩০% বা সর্বোচ্চ ২০ হাজার টাকা। আংশিক পরিশোধে মাশুল রয়েছে, তবে আগেই পুরো ঋণ পরিশোধ করলে কোনো মাশুল দিতে হবে না।
পূবালী ব্যাংক দাবি করছে, দেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে তাদের শাখা, উপশাখা ও এটিএমের নেটওয়ার্ক সবচেয়ে বড়। সেই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে অনলাইন ঋণ আবেদন সুবিধা