এক মাসে পেঁয়াজের দাম ৩০-৪০ টাকা বেড়েছে, বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা!

এক মাসের ব্যবধানে দেশে খুচরা পর্যায়ে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পাড়া-মহল্লার দোকানে পেঁয়াজের দাম ৮৫ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। ধরনভেদে দেশি পেঁয়াজ এখন ৮০ থেকে সর্বোচ্চ ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
রাজধানীর শ্যামবাজারের পাইকারি বাজারে গত সোমবার (১১ আগস্ট) প্রতি কেজি পেঁয়াজ ৬৩ থেকে ৬৭ টাকায় বিক্রি হলেও মঙ্গলবার (১২ আগস্ট) দাম বেড়ে ৭০ টাকা হয়েছে। ক্রেতারা একলাফে ২০-২৫ টাকা মূল্যবৃদ্ধি অস্বাভাবিক বলছেন।
বিক্রেতারা জানাচ্ছেন, উৎপাদন স্থলে কৃষকদের কাছে পেঁয়াজ নষ্ট হওয়ার কারণে দাম বেড়েছে। যদিও পেঁয়াজ আমদানি করে দাম নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু আমদানির অনুমতি না থাকার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। সরকার কৃষকদের লোকসানের কথা ভেবে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে পেঁয়াজ উৎপাদন বেড়েছে। গত বছর ৩৯ লাখ ১১ হাজার টন পেঁয়াজ উৎপাদনের বিপরীতে এবার ৪৪ লাখ ৪৮ হাজার টন উৎপাদন হয়েছে। তবুও বাজারে দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে, যার কারণ স্পষ্ট নয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা সরকারি সংশ্লিষ্ট সংস্থাগুলো কোনো সিন্ডিকেট বা ব্যবসায়ীদের কারসাজি সম্পর্কিত তথ্য দিতে পারছে না।