ইতিহাসে সর্বোচ্চ ধান-চাল সংগ্রহ: বোরো মৌসুমে ১৮.৩৪ লাখ মেট্রিক টন!

বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রম সমাপ্ত হয়েছে। এবার মোট ১৮ লাখ ৩৪ হাজার ৭৮২ মেট্রিক টন ধান-চাল সংগ্রহ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা এ এম ইমদাদুল ইসলাম সোমবার (১৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সরকার ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান,
১৪ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল।
তথ্য অনুযায়ী, এবার বোরো মৌসুমে:
১. ধান: ৩ লাখ ৭৬ হাজার ৯৪২ মেট্রিক টন (১০৭.৬৯%)
২. সিদ্ধ চাল: ১৪ লাখ ৬ হাজার ৫৩৩ মেট্রিক টন (১০০.৪৬%)
৩. আতপ চাল: ৫১ হাজার ৩০৭ মেট্রিক টন (১০২.২১%)
এদিকে, কৃষকরা এবার ধানের জন্য কেজিতে ৩৬ টাকা এবং সিদ্ধ চালের জন্য ৪৯ টাকা পেয়েছেন।
সংক্রমণকালীন সময়ে ধান-চাল সংগ্রহের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হলেও, খাদ্যবান্ধব কর্মসূচি চালু হওয়ার কারণে এটি ১৫ আগস্ট পর্যন্ত শেষ করা হয়েছিল।