"ইলিশ সস্তা হলেও নিত্যপণ্যের বাজারে চড়া দামের চাপ"

১. ইলিশ বাজার
মৌসুমে সরবরাহ কিছুটা বেড়েছে, দামও কমেছে কয়েকশ টাকা।
এখন কেজি ইলিশ ২,৪০০–২,৬৫০ টাকা (আগে ছিল ৩,০০০ টাকা+)।
পদ্মার ইলিশ তুলনামূলক দামি, চট্টগ্রামের ইলিশ সস্তা।
ছোট ইলিশ বেশি, বড় ইলিশ তুলনামূলক কম।
২. ডিমের বাজার
২ সপ্তাহে লাল ডিম ১২০ → ১৪৫–১৫০ টাকা/ডজন।
সাদা ডিম ১৩৫–১৪০ টাকা/ডজন, হাঁসের ডিম ২৩০–২৪০ টাকা/ডজন।
৩. মুরগির বাজার
ব্রয়লার ১৭০ টাকা/কেজি, সোনালি ৩২০–৩৪০ টাকা, দেশি ৬০০–৭০০ টাকা।
খামার থেকে সরবরাহ কম, চাহিদা বৃদ্ধির অজুহাত দিচ্ছেন বিক্রেতারা।
৪. সবজি বাজার
সপ্তাহে ১০–২০ টাকা কেজি বেড়েছে।
ঝিঙা, চিচিঙ্গা, বরবটি, কাঁকরোল, ঢেঁড়স, বেগুন — ৮০–১০০ টাকা/কেজি।
বেগুন ১০০–১২০, করলা ৮০, টমেটো ১৫০, গাজর ১৪০–১৬০, লাউ ৫০–৬০ টাকা/পিস।
বৃষ্টিতে ক্ষেত তলিয়ে যাওয়া ও পরিবহন খরচ বৃদ্ধির প্রভাব।
৫. মসলা ও পেঁয়াজ
পেঁয়াজ ৫০–৫৫ → ৮০–৮৫ টাকা/কেজি (এক সপ্তাহে +৩০ টাকা)।
এলাচ ৪০০ → ৫৫০–৬০০ টাকা, আদা ১৮০ → ২২০–২৫০ টাকা, রসুন ১৬০–২০০ টাকা।
৬. চালের বাজার
মোটা চাল ৬০+, মিনিকেট/নাজিরশাইল ৬৫–৭০, ভালো ব্র্যান্ড ৯০–১০০ টাকা।
দেড় মাস ধরে স্থিতিশীল নয়।
৭. ক্রেতাদের অভিমত
“এক হাজার টাকা নিয়েও তেমন কিছু কেনা যায় না।”
“বৃষ্টি হলেই দাম বাড়ানোর সুযোগ নেয় অনেকে।”