পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানি উন্মুক্তের ঘোষণা দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

সচিবালয়ে ১২ আগস্ট ২০২৫-২৬ অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সাংবাদিকদের জানান, "পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে শিগগিরই পেঁয়াজ আমদানি উন্মুক্ত করে দেয়া হবে। " দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের জন্য যে কোনো সস্তা উৎস থেকে আমদানি করা হবে বলে তিনি স্পষ্ট করেন।
এছাড়াও, ভারতের পাটপণ্য রফতানিতে বিধিনিষেধ আরোপের প্রেক্ষাপটে উপদেষ্টা জানান, এতে বাংলাদেশের রফতানি লক্ষ্যমাত্রায় বিশেষ প্রভাব পড়বে না। তিনি আরও উল্লেখ করেন, ভারতের সঙ্গে বাণিজ্যে কিছু ঘাটতি থাকলেও ব্যবসায়ীরা তা মোকাবিলা করছেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নের জন্য ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে; তবে এখনো কোন সাড়া পাওয়া যায়নি।
বাণিজ্য উপদেষ্টার এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ এবং রফতানি খাতের অটুট উন্নয়নের জন্য সরকারের পদক্ষেপ অব্যাহত থাকবে।