এনবিআর’র সতর্কতা: ‘জিরো ট্যাক্স রিটার্ন’ নামে কোনো রিটার্ন দাখিলের বিধান নেই!

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘জিরো ট্যাক্স রিটার্ন’ সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে করদাতাদের সতর্ক করেছে। আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ‘জিরো রিটার্ন’ নামে কোনো রিটার্ন দাখিলের বিধান নেই বলে স্পষ্ট জানিয়েছে এনবিআর।
রোববার (১০ আগস্ট) প্রকাশিত এক সংবাদ বিবৃতিতে এনবিআর জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জিরো রিটার্ন’ দাখিলের নামে ভ্রান্ত ধারণা প্রচার হচ্ছে, যেখানে রিটার্নের সব ঘর শূন্য পূরণ করে দাখিল করা যায় বলে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এ ধরনের আচরণ সম্পূর্ণ বেআইনি ও ফৌজদারি অপরাধ।
করদাতাদের অবশ্যই তাদের প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে আয়কর রিটার্নে প্রদর্শন করতে হবে। ভুল বা অসত্য তথ্য দিলে আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩১২ ও ৩১৩ অনুসারে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন বলেন, করদাতাদের জন্য সঠিক তথ্য প্রদর্শন করা নাগরিক ও আইনি দায়িত্ব। করযোগ্য না হলে কর দিতে হবে না, কিন্তু তথ্য ভুয়া দেখিয়ে ‘জিরো রিটার্ন’ দাখিল আইনত সমর্থিত নয়।
এনবিআর আশা করে, করদাতা সবাই দায়বদ্ধ নাগরিক হিসেবে প্রকৃত তথ্য দাখিল করে দেশের উন্নয়নে অংশগ্রহণ করবেন এবং প্রতারণামূলক ‘জিরো রিটার্ন’ ফাঁদ থেকে নিজেদের রক্ষা করবেন।