টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে আবারও সাশ্রয়ী মূল্যে তেল, চিনি ও ডালের বিক্রি শুরু

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ রোববার (১০ আগস্ট) থেকে আবারও ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে তেল, চিনি ও ডাল বিক্রি শুরু করছে। প্রায় দুই মাসের বিরতির পর মাসব্যাপী এই কার্যক্রম শুরু হচ্ছে।
টিসিবি জানিয়েছে, "এবার শুধু স্মার্ট কার্ডধারী নিম্নআয়ের পরিবারের সদস্যরাই নয়, সাধারণ ক্রেতারাও লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, কুমিল্লাসহ দেশের বড় বড় কয়েকটি মহানগরীতে এই ট্রাক সেল কার্যক্রম পরিচালিত হবে।"
ঢাকায় ৬০টি, চট্টগ্রামে ২৫টি, গাজীপুরে ৬টি, কুমিল্লায় ৩টি ট্রাকসহ অন্যান্য জেলাতেও ট্রাক থাকবে। বিক্রি চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত, শুক্রবার বাদে মোট ১৯ দিন।
প্রতি ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল (প্রতি লিটার ১১৫ টাকা), দুই কেজি মসুর ডাল (প্রতি কেজি ৭০ টাকা) ও এক কেজি চিনি (৮০ টাকা) কিনতে পারবেন। মোট মূল্য দাঁড়াবে ২৬৫ টাকা।
টিসিবি জানিয়েছে, প্রতিটি ট্রাকে প্রতিদিন ৫০০ জন ক্রেতার জন্য পণ্য থাকবে। পাশাপাশি স্মার্ট কার্ডধারীদের জন্য সারাদেশে নিয়মিত পণ্য বিক্রি অব্যাহত থাকবে। এখন পর্যন্ত প্রায় ৬৫ লাখ পরিবারকে স্মার্ট কার্ড দেওয়া হয়েছে, যার মধ্যে ৫৪ লাখ সক্রিয়। এক কোটি পরিবারের কাছে স্মার্ট কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে টিসিবির।