রাজধানীর বাজারে সবজির দামে আগুন, দোষ বৃষ্টি আর মৌসুমের

টানা বৃষ্টি ও মৌসুম শেষ হওয়ার অজুহাতে রাজধানীর বাজারে সব ধরনের সবজির দাম চড়া হয়ে উঠেছে। গত এক মাস ধরেই এই দাম বেড়ে থাকলেও পরিস্থিতির উন্নতি হয়নি বলে অভিযোগ করেছেন ভোক্তারা। অন্যদিকে, বিক্রেতারা বলছেন, আবহাওয়া ও সরবরাহ ঘাটতির কারণে বাজারে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর শান্তিনগর, মালিবাগ, রামপুরা ও আশপাশের বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সবজির বর্তমান বাজারদর:
১. বরবটি: ১২০ টাকা/কেজি
২. ঝিঙা, চিচিঙ্গা: ৮০ টাকা/কেজি
৩. শসা (দেশি): ১০০ টাকা/কেজি
৪. শসা (হাইব্রিড): ৮০ টাকা/কেজি
৫. করলা: ১০০ টাকা/কেজি
৬. বেগুন (গোল): ১২০ টাকা/কেজি
৭. বেগুন (লম্বা): ১০০ টাকা/কেজি
৮. ঢেঁড়স: ৮০ টাকা/কেজি
৯. গাজর: ১৮০ টাকা/কেজি
১০. টমেটো: ১৮০ টাকা/কেজি
১১. লাউ: ৭০ টাকা/পিস
১২. পেঁপে (কাঁচা): ৪০ টাকা/কেজি
১৩. মিষ্টি কুমড়া: ৫০ টাকা/কেজি
১৪. কঁচু: ৮০ টাকা/কেজি
১৫. কাঁচা মরিচ: ২০০ টাকা/কেজি
ভোক্তাদের অভিযোগ: বাজার মনিটরিং নেই
সরকারি চাকরিজীবী সাজ্জাদ হোসেন শান্তিনগর বাজারে সবজি কিনতে এসে বলেন, “গত এক মাস ধরে সবজির দাম খুব বেশি। আজকে তো মনে হচ্ছে আরও বেড়েছে। বেশিরভাগ সবজি ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আগে এক কেজি করে কিনতাম, এখন আধা কেজি কিনছি।”
তিনি আরও বলেন, “বাজারে কী কারণে দাম বাড়ছে, তা কখনো দেখার কেউ নেই। কোনো বাজার মনিটরিংও দেখি না। এই সুযোগে বিক্রেতারা দাম বাড়িয়ে নিচ্ছেন।”
মালিবাগ বাজারের ক্রেতা হাবিব আহমেদ বলেন, “একমাত্র কাঁচা পেঁপে ছাড়া সব সবজির দাম ১০০ টাকার কাছাকাছি। এত দাম দিয়ে খাওয়া কঠিন হয়ে গেছে। বিক্রেতাদের জিজ্ঞেস করলে বলে সরবরাহ কম, কিন্তু সরকারের পক্ষ থেকে বাজারে নজরদারির কোনো ব্যবস্থা দেখি না।”
রামপুরা বাজারের সবজি বিক্রেতা চাঁদ মিয়া বলেন, “গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে পাইকারি বাজারে মাল কম এসেছে। তার উপর কিছু সবজির মৌসুম শেষ। আমরা যে দামে পাইকারি বাজার থেকে কিনি, সে অনুযায়ী খুচরা দামে বিক্রি করি। নতুন মৌসুমের সবজি বাজারে না আসা পর্যন্ত দাম কিছুটা বেশি থাকবে।”