যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বার্থবিরোধী কোনো বাণিজ্যচুক্তি নয়: বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক হ্রাস সংক্রান্ত আলোচনায় বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো বাণিজ্যচুক্তি হবে না।”
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে। তবে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো সমঝোতায় সরকার যাবে না।”
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে শুল্ক-সংক্রান্ত আলোচনার জন্য সরকার কোনো লবিস্ট নিয়োগ করছে না। বরং যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রীকে সরকারিভাবে একটি চিঠি পাঠানো হয়েছে।
শেখ বশিরউদ্দীন আরও জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলে বাংলাদেশের একটি প্রতিনিধিদল সেখানে গিয়ে আলোচনায় অংশ নেবে।
প্রেক্ষাপট
বর্তমানে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যে বাংলাদেশের জন্য সাধারণত উচ্চ শুল্ক হার বিদ্যমান। যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশ দীর্ঘদিন ধরে ডিউটি-ফ্রি কোটা-ফ্রি (DFQF) প্রবেশাধিকারের দাবি জানিয়ে আসছে।
তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি ও রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে বিষয়টি এখনো ঝুলে আছে। এ অবস্থায় নতুন করে আলোচনার অগ্রগতি এবং বাংলাদেশ সরকারের অবস্থান স্পষ্ট করলেন বাণিজ্য উপদেষ্টা।