‘হেডস অব স্টেট’-এ প্রিয়াঙ্কার দুর্দান্ত পারফরম্যান্স, মুগ্ধ মাধবন

বলিউড পেরিয়ে হলিউডে নিজের অবস্থান শক্ত করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ২ জুলাই মুক্তি পেয়েছে তার নতুন হলিউড সিনেমা ‘হেডস অব স্টেট’, আর মুক্তির পরপরই শুরু হয়েছে প্রশংসার ঢল। অভিনেত্রীর অভিনয়ে মুগ্ধতার কথা জানাতে ভুল করেননি বলিউড অভিনেতা আর মাধবনও।
মাধবন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘হেডস অব স্টেট’ দেখে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন—
“নতুন ভিত্তি তৈরি এবং আমরা যা স্বপ্ন দেখি তা করে দেখানোর জন্য আমরা তোমাকে নিয়ে গর্বিত। ছবিতে কী দুর্দান্ত কাজ হয়েছে এবং তুমি নিজেকে চমৎকারভাবে তুলে ধরেছো... এই জয় তোমার নিজের।”
প্রিয়াঙ্কা চোপড়া মাধবনের এমন আন্তরিক বার্তায় আপ্লুত। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্টটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন,
“ধন্যবাদ আমার বন্ধু। তোমার উৎসাহের এই কথাতে সত্যিই আমি কৃতজ্ঞ!”
‘হেডস অব স্টেট’—হলিউডে প্রিয়াঙ্কার আরও এক শক্ত উপস্থিতি
ইলিয়া নাইশুলার পরিচালিত অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমাটি আবর্তিত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর একসঙ্গে ষড়যন্ত্র মোকাবেলার অভিযানের গল্পে।
প্রিয়াঙ্কা এখানে নোয়েল বিসেট চরিত্রে অভিনয় করেছেন, যিনি একজন দক্ষ এমআই৬ এজেন্ট।
ছবিতে আরও অভিনয় করেছেন প্যাডি কনসিডাইন, স্টিফেন রুট, কার্লা গুগিনো, জ্যাক কোয়েদ, সারা নাইলস প্রমুখ।
মাধবনের নতুন ছবি ‘আপ জাইসা কোই’ আসছে ১১ জুলাই
অন্যদিকে আর মাধবন ব্যস্ত নিজের নতুন রোমান্টিক-কমেডি সিনেমা ‘আপ জাইসা কোই’ নিয়ে।
ফাতিমা সানা শেখের সঙ্গে জুটি বেঁধে বিবেক সোনির পরিচালনায় এই ছবিটি ১১ জুলাই থেকে নেটফ্লিক্সে দেখা যাবে।