চুয়াডাঙ্গায় জুলাই দুই শহীদের কবরে পুষ্পমাল্য অর্পণ

চুয়াডাঙ্গায় জুলাই দুই শহীদের কবরে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলায় শংকরচন্দ্র গ্রামে শহিদ মো. শাহারিয়া শুভ’র কবরে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামে শহিদ মো. মাসুদ রানা’র কবরে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ, শহীদ পরিবারের সদস্যরা, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
২০২৪ সালে জুলাই মাসে ছাত্রজনতা গণআন্দোলনে রাজধানী ঢাকায় গুলিবিদ্ধ হয়ে শাহারিয়া শুভ ও মাসুদ রানা শহীদ হন।