৫৮ বিজিবির অভিযানে ভারতীয় কীটনাশক ও মাদকদ্রব্য উদ্ধার

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকা থেকে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে গত দু'দিনে অবৈধ ভারতীয় কীটনাশক ও মাদকদ্রব্য উদ্ধার করেছে।
মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, রবিবার (৩ আগস্ট) ও সোমবার (৪ আগস্ট) চুয়াডাঙ্গার সীমান্ত এলাকায় পৃথক ৩টি অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় কীটনাশক, ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়। সোমবার (৪ আগস্ট) রাত দেড়টায় ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে নায়েক ইকবাল হোসেনের নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে সীমান্ত পিলার ৬৯/৪-এস থেকে প্রায় ৯৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালা গ্রামের রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১১৬ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এদিন সকাল সাড়ে ৭টায় জীবননগর বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৭ এমপি হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের একটি আমবাগানে হাবিলদার আলমগীর হোসেনের নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় ৫৯ বোতল অবৈধ ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।
তাছাড়া রবিবার (৩ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটের সময় নিমতলা বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৫/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হাবিলদার আকরাম হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনার সময় ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সকল অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান। উদ্ধার হওয়া কীটনাশক ও মাদকদ্রব্য জব্দ তালিকার পর আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।