চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে দু'চাঁদাবাজ আটক

চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দু'চাঁদাবাজ আটক হয়েছে।
চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মনজুরুল ইসলাম মাশফি'র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আটক দু'চাঁদাবাজ হলো, চুয়াডাঙ্গা শহরের কলোনী পাড়ার মৃত বাবর আলীর ছেলে মঞ্জু হোসেন (৫২) ও সেলিম হোসেনের ছেলে রাতুল (২২)।
সোমবার এদের বাড়িতে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে দেশী অস্ত্র ৫ টি রামদা ও ১ টি চাপাতি উদ্ধার করা হয় এবং এই দু'চাঁদাবাজকে আটক করা হয়।
এদের জিজ্ঞাসাবাদ শেষে দেশীও অস্ত্র ও চাঁদাবাজির প্রয়োজনীয় তথ্যসহ সন্ধ্যা সাড়ে সাতটায় চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর দু'চাঁদাবাজকে আদালতের মাধ্যমে আজ মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।