‘ডিয়ার মা’ ট্রেলারে প্রশংসায় ভাসলেন জয়া, পোস্ট শেয়ার করলেন অমিতাভ বচ্চন

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ভারতীয় বাংলা সিনেমা ‘ডিয়ার মা’ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। সিনেমাটি ঘিরে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে, যখন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন নিজের সামাজিক মাধ্যমে এর ট্রেলার শেয়ার করে শুভকামনা জানান।
নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এ সিনেমায় জয়া আহসানকে দেখা যাবে এক মায়ের চরিত্রে। আগামী ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ডিয়ার মা’। এর আগে, গত ৩ জুলাই সন্ধ্যায় প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেলার। মুক্তির পরপরই এটি প্রশংসা কুড়িয়েছে দর্শকদের কাছ থেকে।
সিনেমার গল্পে উঠে এসেছে এক মা ও মেয়ের সম্পর্কের টানাপোড়েন। শুরুতে দেখা যায়, মেয়ে দাবা খেলছে আর মা সেটি দেখছেন। সম্পর্কের জটিলতা ও দ্বন্দ্বের মধ্য দিয়েও ভালোবাসার পরিণতি নিয়ে গড়া হয়েছে কাহিনি।
এর আগে জয়া আহসানকে দেখা গেছে অনিরুদ্ধ রায় চৌধুরীর হিন্দি সিনেমা ‘কড়ক সিং’-এ, যা মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম Zee5-এ। সেই সিনেমার বিরতির পর আবার বাংলা সিনেমায় ফিরেছেন এই নির্মাতা।
‘ডিয়ার মা’ সিনেমায় জয়া আহসানের সঙ্গে আরও অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল, শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।
সিনেমার ট্রেলার মুক্তির পর ৪ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে অমিতাভ বচ্চন তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে ট্রেলারটি শেয়ার করে লেখেন—
“টনিদা (অনিরুদ্ধ রায় চৌধুরী), আমার শুভকামনা সব সময়।”
পোস্টের কমেন্টে অনেকেই জয়া আহসানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উল্লেখ্য, গত ঈদুল আজহায় জয়া আহসান অভিনীত ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ সিনেমা দুটি মুক্তি পায়, যা আলোচনার জন্ম দিয়েছিল।