গুম ও খুনের জন্য শেখ হাসিনার বিচার এই মাটিতেই হওয়া উচিত: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম ও খুনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি দায়ী। তিনি দাবি করেন, এই দেশের মাটিতেই তার বিচার হওয়া উচিত এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।
শুক্রবার (২২ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মায়ের ডাকের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, গুম-খুনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরকে খুঁজে বের করে আনা হবে এবং মানবতাবিরোধী অপরাধে দোষীদের বিচার করা হবে। তিনি বলেন, বিএনপির ১৭শ নেতাকর্মীকে গুম করা হয়েছে এবং প্রতিটি পরিবারের পাশে বিএনপি দাঁড়িয়েছে।
মহাসচিব বর্তমান অন্তর্বর্তী সরকারের ভূমিকা সমালোচনা করে বলেন, সরকারের ব্যর্থতার কারণে বিচার কার্যকরভাবে হচ্ছে না। তিনি গুম-খুনের শিকার স্বজনদের কষ্টের কথা স্মরণ করে বলেন, অনেক পরিবার এখনও সেই বেদনায় ভুগছে।