অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বাবা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে মো. নাহিদ ইসলামের পদত্যাগের পর মাহফুজ আলমকে স্থলাভিষিক্ত করা হয়েছে। মাহফুজ ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে এবং পরে ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন।
গতকাল বৃহস্পতিবার, মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে ৪৫৩ ভোটারের মধ্যে ২৬৬ ভোট পেয়ে তিনি জয়ী হন।
নির্বাচিত হওয়ার পর আজিজুর রহমান যুগান্তর মাল্টিমিডিয়ার সঙ্গে সাক্ষাৎকালে জানান, ১৯৯১ সাল থেকে তিনি বিএনপির সঙ্গে যুক্ত, বিগত ১৫ বছর ৬ মাস দলের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য জনগণের কল্যাণে কাজ করা।
প্রতিবেদকের প্রশ্নে, মাহফুজ আলম কি নির্বাচন করবেন—এ বিষয়ে তিনি বলেন, পারিবারিকভাবে এ বিষয়ে আলোচনা হয়নি, সময়ের পরিক্রমা বিষয়টি নির্ধারণ করবে।