লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে নির্বাচন দিতে হবে: জামায়াত

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে কোনো সমস্যা নেই। তবে নির্বাচনকে সামনে রেখে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা।
হামিদুর রহমান আযাদ বলেন, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের বিষয়ে সবার বক্তব্য আমলে নিতে হবে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন করতে হলে সংখ্যানুপাতিক ভোট (পিআর পদ্ধতি) চালু করার দাবি জানিয়েছে জামায়াত। তাঁর দাবি, এই পদ্ধতিতে ভোটারদের যথাযথ মূল্যায়ন হবে এবং সন্ত্রাস-অনিয়মও কমবে।
পিআর পদ্ধতি ছাড়া জামায়াত নির্বাচনে যাবে কি না—এমন প্রশ্নে তিনি সুস্পষ্ট করে কিছু না বললেও জানান, দেশের কল্যাণে এই পদ্ধতি সবচেয়ে ভালো হবে বলে তারা বিশ্বাস করেন।
তিনি আরও বলেন, “আমরা গ্রহণযোগ্য সব নির্বাচনে অংশ নিয়েছি, পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছি। এবারও তিনশ আসনে প্রার্থী দিয়ে মাঠে-ময়দানে যাচ্ছি এবং জনমত গঠনের কাজ করছি।”
এর আগে গত রোববার বিএনপির প্রতিনিধি দলও নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে।