খালেদা-তারেকের বার্তা: বিএনপি’র গণঅভ্যুত্থান ও বিজয়ী যাত্রা স্মরণ সভা আজ

আজ মঙ্গলবার “গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি” উপলক্ষে বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে আলোচনা ও স্মরণ সভা, যা বর্ণাঢ্য পর্যায়ের এক রাজনৈতিক মহার্ঘ উপস্থাপনা হিসেবে চিহ্নিত।
অনুষ্ঠানে বিনিয়োগ করা হবে বিশেষ ভিডিও বার্তা— বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথির ভূমিকায় যুক্ত হবেন।
একই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি লন্ডন থেকে বিশেষ ভাষণ উপস্থাপন করবেন।
সঞ্চালনায় থাকবেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন ও ড. নাহরিন খান।
পূর্ব প্রস্তুতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, অনুষ্ঠানটি “অত্যন্ত সাফল্যমণ্ডিত ও মহিমান্বিত” হবে। এতে উপস্থিত থাকবেন জাতীয় ও অন্যান্য দলের নেতৃবৃন্দ, পাশাপাশি শহীদ পরিবারের সদস্যরাও আমন্ত্রিত।